বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ফার্মা ক্লাবের কর্মশালা

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মা ক্লাবের উদ্যোগে ‘বায়োলজিক্যাল ডাটাবেজ এন্ড বায়োইনফরমেটিকস টুলস ইন ফার্মাসিউটিক্যাল স্টাডিজ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ বিন রহিমের সভাপতিত্বে ও আইকিউএসির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. . এফ. এম. আওরঙ্গজেব।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ফার্মাসিউটিক্যাল রিসার্চে বায়োইনফরমেটিকস একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। আধুনিক প্রযুক্তি, জেনেটিক অ্যালগরিদম এবং ডেটাবেইজড রিসার্চের সমন্বয়ে এখন ওষুধ উদ্ভাবনের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হয়েছে।

ওষুধের কার্যকারিতা নির্ধারণ, জেনেটিক ডেটা বিশ্লেষণ, রোগের ঝুঁকি পূর্বাভাস এবং নতুন চিকিৎসা পদ্ধতির বিকাশে বায়োইনফরমেটিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশের তরুণ প্রজন্ম যদি এই জ্ঞানের ক্ষেত্রটি গভীরভাবে আয়ত্ত করতে পারে, তবে তারা কেবল জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে। আগামী দিনে বায়োইনফরমেটিকসসহ নতুন প্রযুক্তিনির্ভর গবেষণা কার্যক্রমে বিজিসি শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে।

কাজী ফাতেমা ইয়াসমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ। উপস্থিত ছিলেন ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেড প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস. কে. ফয়সাল, ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপস্থিত অতিথিবৃন্দ এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনাইটেড বিজনেস ফোরাম জয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে
পরবর্তী নিবন্ধচুয়েটে ২ দিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব এনভিশন ২.০