বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪৩তম সিন্ডিকেট সভা

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৪৩তম সিন্ডিকেট সভা সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: .এফ. এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়্যালী সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাষ্টিজ এর সম্মানিত চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ। সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ফার্মেসী বিভাগে চেয়ারম্যান জাহেদ বিন রহিম, সিন্ডিকেট এর সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস.এম শোয়েভ উপস্থিত ছিলেন। এছাড়া সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ ভার্চুয়্যালী সংযুক্ত ছিলেন ।

সভায় ৪২তম সভার কার্যবিবরনী, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ, ফাইন্যান্স কমিটির সিদ্ধান্তসমূহ, বিভিন্ন নিয়োগ ও পদোন্নতি সমূহের অনুমোদন প্রদান করা হয়। সভায় সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন ক্ষেত্রে আরো মানোন্নয়নের জন্য মতামত ব্যক্ত করেন।

শুরুতে সিন্ডিকেট সদস্যগন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নব নিযুক্ত সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সিন্ডিকেট এ সম্মানিত চেয়ারম্যান ও উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে ৪৩তম সিন্ডিকেট সভার সমাপ্তি ষোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার যুব দিবস পালন
পরবর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা