বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে ৪র্থ শ্রেণির কর্মচারী ও বিভিন্ন দরিদ্র মানুষের নিকট ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রক্টর ড. মোহাম্মদ সিরাজ মিয়া, বিশ্ববিদ্যালয়ের স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের প্রদান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ধীমান বড়ুয়া, স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উপদেষ্টা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শামসুন নাহার সোমা, ফার্মেসি বিভাগের শিক্ষক শারমীন আকতার, ইংরেজি বিভাগের শিক্ষক ঝিনুফার ইয়াসমিন, আইন বিভাগের শিক্ষক রিদোয়ানুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হযরত আলী মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে এই আয়োজন প্রশংসার দাবিদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশবাসীর প্রত্যাশা বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ