বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের এর উদ্যোগে ‘Harnessing Research & Collaboration To Build Thriving Academic Instution’ শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভ। কী নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডীন প্রফেসর ড. সেলিম রেজা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। বিভাগের শিক্ষিকা অগ্নীলা চক্রবর্তীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিক্ষক শারমিন আক্তার, মাহাবুবা খানম স্বর্ণা, সানজিদা ইলিয়াস সিমন, মো. মুরাদুর রহমান, কাজী সানজিদা তাহরিম, নাসরিন জুবাইদা প্রমুখ।প্রধান অতিথি বলেন, ওষুধ আমাদের যেমন জীবন দান করে তেমনি অনেক সময় মৃত্যুর দিকেও ঠেলে দেয়, কারন সঠিক গবেষনা সমৃদ্ধ ওষুধ যদি রোগ নিরাময়ের জন্য প্রয়োগ করা না যায় তাহলে তা আমাদের শরীরে কোন উপকারে আসে না। পৃথিবীতে প্রতিনিয়ত নিত্য নতুন রোগের আবির্ভাব হচ্ছে কিন্তু গবেষণার মাধ্যমে ফার্মসিষ্টগন তা নিরাময়ের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ওষুধ উৎপাদনের মাধ্যমে সেই রোগ নির্মূল করার চেষ্টা করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক প্রতিষ্ঠানের পক্ষে গবেষনার সুযোগ দেওয়া সম্ভব হয় না, তাই যে সমস্ত প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা রয়েছে তাদের উচিৎ এই গবেষণায় অন্যান্য প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। যদি সেটি আমরা করতে পারি তাহলে বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে আমরা নতুন নতুন গবেষক সৃষ্টি করতে পারবো এবং তাতেই আমাদের ওষুধ শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান লাভবান হবে। প্রেস বিজ্ঞপ্তি।