বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪১তম সিন্ডিকেট সভা সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. এ.এফ. এম আওরঙ্গজেবের সভাপতিত্বে গত ৯ মে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য চবি মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সালামত উল্লাহ ভূইয়া, প্রফেসর এ.বি.এম আবু নোমান, প্রফেসর ড. হযরত আলী মিয়া, প্রফেসর ড. সরোয়ার উদ্দিন, ড. এস.এম শোয়েব। সভায় ভার্চুয়্যালি সংযুক্ত ছিলেন সিন্ডিকেট সদস্য ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ খালেদ রহিম ও ট্রাস্টি বোর্ডের সদস্য আফরীন আহমেদ হাসনাইন।
সভায় ৪০তম সভার কর্ম বিবরণী অনুমোদন, বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা নিয়োগ অনুমোদন, বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরিত বার্ষিক প্রতিবেদন, একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির সভার কার্য বিবরণী অনুমোদন ও প্রস্তাব সমূহ উপস্থাপন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নতুন দুটি প্রোগ্রাম খোলার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়।সভায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর এ.বি.এম আবু নোমান চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।