বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত স্পোর্ট্স কার্নিভালের পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী। অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভ। বিভাগের শিক্ষক মো. নকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, শিক্ষক গোলাম শাহরিয়ার, সহকারী প্রক্টর আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দীকী, শিক্ষক সরোয়ার কামাল, মো. নাঈম উদ্দিন, মিস তাসনুভা তাহসিন প্রমুখ। ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুল ইসলাম ও আইন বিভাগের শিক্ষক রিদুয়ানুল হক। স্পোর্ট্স ফ্যাস্টিভ্যালে ক্রিকেট টুর্নামেন্টে জেএমএস বুলেটিন দল চ্যাম্পিয়ন, জেএমএস সুপার লীড রানার আপ, ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র সাজ্জাদ হোসেন প্লেয়ার অব দ্যা ম্যাচ, ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২য় সেমিষ্টারের ছাত্রী নাদিয়া রায় ঐশী চ্যাম্পিয়ন, ৩য় সেমিষ্টারের ছাত্রী সাকিলা আফসানা রানার আপ, পুরুষদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২য় সেমিষ্টারের ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন হাসান চ্যাম্পিয়ন, ১ম সেমিষ্টারের ছাত্র মো. মোর্শেদ ঢালি রানার আপ, ছাত্রীদের লুডু প্রতিযোগিতায় ১ম সেমিষ্টারের ছাত্রী রোকসানা আকতার চ্যাম্পিয়ন, ৮ম সেমিষ্টারের ছাত্রী আসমা আকতার রানার আপ, ছাত্রদের লুডু প্রতিযোগিতায় ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র মো. সাজ্জাদ হোসেন চ্যাম্পিয়ন, ৩য় সেমিষ্টারের ছাত্র মো. মোর্শেদ রানার আপ, দাবা প্রতিযোগিতায় ৫ম সেমিষ্টারের ছাত্র মো. রাশেদ চ্যাম্পিয়ন, ৫ম সেমিষ্টারের ছাত্র জুলকার নাইন রানার আপ, ক্যারাম প্রতিযোগিতায় ৫ম সেমিষ্টারের রাইহানুল ইসলাম চ্যাম্পিয়ন, ২য় সেমিষ্টারের ছাত্র শারমিন আকতার রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।