বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি রিসার্চ প্রেজেন্টেশন প্রোগ্রাম

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ৩য় সপ্তাহের রিসার্চ প্রেজেন্টেশান প্রোগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আবছার। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাজমুন নাহারের পরিচালনায় রিসার্চ পেপার উপস্থাপন করেন ৭ম সেমিস্টারের ছাত্র রিফাত হোসেন, ইমন আলম। রিসার্চ পেপারের সুপারভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবদুল ওয়াহাব। ভার্চুয়ালি অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা সংযুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিলুপ্তপ্রায় চিতল মাছের চাষ শুরু
পরবর্তী নিবন্ধনাগরিক ফোরামের ভার্চুয়াল সভা