বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ৩৬ তম সিন্ডিকেট সভা উপাচার্য ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে কনফারেন্স রুমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সরকার মনোনীত সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউছুফ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব এএফএম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ প্রমুখ। সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিল সভাসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং আগামী ২০২১ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়। এছাড়া বর্তমান করোনাকালীন সময়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসরণ করে সেশনজটমুক্তভাবে ক্লাসসহ সকল শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করায় সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












