উখিয়ায় সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়া হয়েছে। মাদক পাচারকারী সিন্ডিকেটের লেলিয়ে দেয়া নারী ও শিশুরা দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর হামলা করে মো. বখতিয়ার (৪২) নামে ওই মাদক পাচারকারীকে ছিনিয়ে নেয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির। ছিনিয়ে নেয়া মাদক পাচারকারী মো. বখতিয়ার (৪২) উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
৩৪ বিজিবি অধিনায়ক জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের পূর্ব ফারিরবিল গ্রাম হতে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করেন বিজিবির সদস্যরা। তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তার সিন্ডিকেটের নারী ও শিশুরা ইট, পাথর নিক্ষেপ করে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। নারীরা বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় হামলাকারী দল নারী ও শিশু হওয়ায় বিজিবি সদস্যরাও বল প্রয়োগ থেকে বিরত থাকেন। এ সুযোগে তারা বখতিয়ারকে হ্যান্ডকাফ ও ইয়াবাসহ ছিনিয়ে নিয়ে যায়। পূর্ব ফারিরবিল এলাকায় সাবেক ইউপি সদস্য সুলতান আহমেদের বাড়ির আশপাশে মাদক বিরোধী অভিযানে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান। মো. মেহেদি হোসাইন কবির জানান, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সহায়তাকারী নারী বা বৃদ্ধ যেই হোক না কেন, সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












