বিজিবি পাহারায় চট্টগ্রাম থেকে গেল তেলবাহী ৪ ট্রেন

এগুলো গিয়েছে দোহাজারী, হাটহাজারী, সিলেট ও ঢাকায়

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে বিজিবি সদস্যদের পাহারায় দেশের বিভিন্ন গন্তব্যে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ২৪টি বগি নিয়ে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে এবং সকাল সাড়ে ছয়টায় ১৬টি তেলের বগি নিয়ে আরেকটি ট্রেন সিলেটের উদ্দেশে যায়। এভাবে বিজিবি সদস্যদের নিরাপত্তায় চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়েছে তেলবাহী চারটি ট্রেন। প্রতিটি ট্রেনে এক প্লাটুন করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিরাপত্তার দায়িত্বে পালন করছেন।

চট্টগ্রাম৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ব্যাপারে রেলওয়ে চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, শুক্রবার (গতকাল) চট্টগ্রাম স্টেশন থেকে ২টি তেলবাহী গাড়ি ছেড়ে গেছে। একটি হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে, একটি দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে গেছে। এছাড়াও চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে একটি তেলবাহী ট্রেন সিলেট গেছে এবং একটি ঢাকায় গেছে।

সকাল ১০টা ও ১১টায় ১২টি করে তেলবাহী বগি নিয়ে পৃথক ২টি ট্রেন চট্টগ্রামের দোহাজারী ও হাটহাজারীর উদ্দেশে ছাড়ে।

পূর্ববর্তী নিবন্ধবাতিল হওয়া ট্রেনের টিকিটের ১৬ কোটি টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ভেসে এল নিখোঁজ তিনজনের মরদেহ