বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে মাদক চোরাকারবারিদের গোলাগুলি হয়েছে। এসময় এক চোরাকারবারি নিহত এবং দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীররাতে ঘুমধুম সীমান্তে এই ঘটনা ঘটে।
বিজিবি জানায়, তাদের কাছে খবর ছিল- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি আমবাগান এলাকায় মিয়ানমার সীমান্ত পেরিয়ে দেশে মাদকের বড় চালান প্রবেশ করবে। এসময় বিজিবি সেখানে অবস্থান নিলে মাদক চোরাকারবারিদের সাথে গোলাগুলি হয়। এতে মাদক পাচারকারিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক মাদক পাচারকারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ ইব্রাহিম (৩০) কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে। এ ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, দেশিয় তৈরি ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম সীমান্তে মাদক চোরাকারবারিদের সাথে বিজিবির গোলাগুলি হয়েছে। এতে এক মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।