বিজিপির গুলিবিদ্ধ চার সদস্যকে চমেক হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর (বিজিপি) গুলিবিদ্ধ চার সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনসার ও বিজিবি সদস্যদের পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বর্তমানে হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়াল্টি ওয়ার্ডের একটি কক্ষে রাখা হয়েছে। এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। গুলিবিদ্ধরা হলেনলা নি মং (৩০), কেউ থিন সিং (২৯), কিন মং ঝুঁ (৩৮) ও উও পাউ (৪৮)। গত সোমবার রাত সোয়া ১২টার দিকে হাসপাতালে বিজিপির গুলিবিদ্ধ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন বিজিবি চট্টগ্রাম৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। এসময় তিনি বলেন, মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কঙবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে তাদের বেশ কিছু আহত বিজিপি সদস্যও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চার জনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চার বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কঙবাজার হাসপাতালের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদরে নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন তারা বিজিবির পাহারায় থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৩৬ নেত্রী নিলেন মনোনয়ন ফরম
পরবর্তী নিবন্ধউপজেলা ভোট চার ধাপে করার সিদ্ধান্ত