বিজিএমইএ হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর সল্টগোলা এলাকার বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল বিকেল ৩ টায় মেশিনটির উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

এ সময় তিনি বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিএমইএ সিএসআর কার্যক্রমের আতওায় বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। ঢাকা, চট্টগ্রাম ও নারায়নগঞ্জে বিজিএমইএ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই শিল্পের শ্রমিককর্মচারীসহ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হচ্ছে।

চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ও স্থানীয় জনসাধারণের উন্নত স্বাস্থ্য সেবায় বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারএর কার্যক্রম বেগবান করার লক্ষ্যে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ হাসপাতালকে অন্যান্য রোগ নিরূপনকারী অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে সজ্জিত করা হবে। বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিজিএমইএ’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসাবে বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার কোভিড কালীন সময়ে শ্রমিক কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এএম. শফিউল করিম খোকন, এম. এহসানুল হক, বিজিএমইএ হাসপাতালের পরিচালক ইনচার্জ মিরাজমোস্তফা কায়সার, বিজিএমইএ হাসপাতাল বিষয়ক স্থায়ী কমিটির কোচেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী ও সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সমাবেশ
পরবর্তী নিবন্ধটানা ৮ম জয়ে শিরোপার আরো কাছে আবাহনী