‘বিজিএমইএ স্কুলের শিক্ষার মান আরো বৃদ্ধি করা হবে’

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির সভা বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যন রাকিব আল নাছের। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক এ এম শফিউল করিম (খোকন), এম. এহসানুল হক।
সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে পোশাক শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে পড়ালেখার জন্য বিগত ২০০৫ সাল থেকে মুরাদপুর এলাকায় বিজিএমইএ স্কুল কার্যক্রম পরিচালনা করে আসছে। এই স্কুলে পোশাক শ্রমিকদের সন্তান ছাড়াও সামাজের দরিদ্র জনসাধারণের সন্তানরা যাতে আরো অধিক সংখ্যক হারে পড়াশোনার সুযোগ পায় সে লক্ষ্যে স্কুলের জন্য নিজস্ব জায়গায় একটি স্থায়ী ক্যাম্পাসসহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। সুশিক্ষিত করার জন্য বিজিএমইএ স্কুলের শিক্ষার মান আরো বৃদ্ধি করা হবে। বক্তব্য দেন, বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান এস এম মঞ্জুরুল হুদা চৌধুরী, সাদেকুর রহমান চৌধুরী, গাজী মো. শহিদুল্লাহ, এস এম ইলিয়াস চৌধুরী, মো. আবু তাহের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা ছাত্রলীগের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ৮ জেলায় সড়কে প্রাণ গেল ১২ জনের