বিজিএমইএ সম্মিলিত পরিষদের প্রার্থীদের প্রচার-প্রচারণা

| বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় সম্মিলিত পরিষদের প্রার্থীগণ গতকাল বিভিন্ন তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানে মালিকদের নিয়ে প্রচারপ্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের প্রার্থীগণ যথাক্রমে বিজিএমইএর বর্তমান প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম (ওয়েল গ্রুপ), সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি গ্রুপ), পরিচালক এম. আহসানুল হক, (এমহিকো ফেব্রিক্স প্রা. লি.) এবং মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস্‌ লি.), আমজাদ হোসেন চৌধুরী (হাইফ্যাশন লিমিটেড), মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম এ্যাপারেলস্‌্‌ লি.), মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্ট ইন্ডা. লি.), মো. আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস্‌্‌ লি.) এবং গাজী মো. শহিদ উল্লাহ (সনেট টেক্সটাইলস্‌্‌ ইন্ডাস্ট্রিজ লি.)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ, সৈয়দ মোহাম্মদ তানভীর, ফারকানটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা মাইনুদ্দিন ফরহাদ, মুনতাহা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বারেক ও ওয়ার্ম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিক আহমেদসহ বিভিন্ন পোশাক শিল্পের মালিকবৃন্দ।

এই শিল্পকে আরো বিনিয়োগ বান্ধব অবস্থানে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা, রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট পোশাক শিল্প গড়ার লক্ষ্যে চট্টগ্রামকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে এ শিল্পকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো হবে বলে নেতৃবৃন্দ জোর দেন। আগামী ৯ মার্চ বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীদের পূর্ণ প্যানেলে জয়যুক্ত করার জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পোশাক শিল্পের মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জোড়া হত্যা মামলার আসামিকে ধরে পুলিশে দিল স্বজনরা
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন হবে ১০৪টি গবেষণাপত্র