চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) নতুন নতুন ফ্যাশন ডিজাইনিং নিয়ে রিসার্চ ও ইনোভেশনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সুবিধা সম্বলিত ডিজাইন স্টুডিও ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর সিবিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ল্যাবের উদ্ধোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরে প্রতিভা সৃজনশীলতা ও নৈপূণ্যের সর্বোচ্চ বিকাশের লক্ষে এ ‘ডিজাইন স্টুডিও ল্যাব’ বহুমার্তৃক ভূমিকা পালন করবে। নতুন নতুন উদ্ভাবনী ধারনা ও লোখাপড়ার আদর্শ স্থাপনে তিনি সিবিইউএফটি শিক্ষক–শিক্ষার্থীদের সচেষ্ট থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ফরহাত আব্বাস, চুয়েটের ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, সিবিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী প্রমুখ।
এই ‘ডিজাইন স্টুডিও ল্যাব’র মাধ্যমে সিবিইউএফটি’র শিক্ষার্থীরা ফ্যাশন ডিজাইনিং, টেকনোলজি ও মার্চেন্ডাজিং এর নিত্যনতুন কলা কৌশল হাতে–কলমে রপ্ত করতে পারবে।
এর ফলে গবেষণালব্ধ জ্ঞান আন্তর্জাতিক ব্রান্ডসমূহের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রযুক্ত কৌশল ও ধাপসমূহের যুগোপযোগী ইনোভেশন বিনিময় করতে পারবে। ডিজাইন স্টুডিও ল্যাবটি সিবিইউএফটির সকল সৃজনশীল অগ্রগতির কেন্দ্রবিন্দু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিবিইউএফটি ডিন, আইকিউএসি পরিচালক, বিভাগীয় প্রধানগণ ও শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












