চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) ফ্যাশন ডিজাইন বিভাগের উদ্যোগে ‘ঋধংযরড়হ ঝঃুষরহম– ঞযব অৎঃ ড়ভ ঠরংঁধষ ঝঃড়ৎুঃবষষরহম্থ বিষয়ক সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন বিভাগের প্রভাষক আয়েশা সিদ্দিকা আসমা। তিনি বলেন, যেকোনো পোশাক প্রস্ততকরণ ও বাছাইকরণে স্টাইল ও ফ্যাশনের গুরুত্ব অপরিসীম। স্টাইল ও ফ্যাশন নির্বাচনে ব্যবহারের উপযোগী, আবহাওয়া, পরিবেশ ভৌগলিক অবস্থান, সামাজিক কৃষ্টিকালচার এবং সর্বপরি ক্রেতার শারীরিক গঠনের সঙ্গে সংগতিপূর্ণ হয় কিনা সেটা বিবেচনা করা হয় সর্বাগ্রে। স্থান, কাল ও অবস্থান ভেদে ফ্যাশেনের ভিন্নতা জরুরি। সেমিনারের বিষয়ের ওপর রিভিউ আলোচনা করেন ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান সাদিয়া আলম। উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সমাপনী বক্তব্য রাখেন। ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, ডীন মশিউর রহমান, আইকিউএসির পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীসহ ফ্যাকাল্টিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












