চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশবান্ধব টেকসই ফ্যাশন ডিজাইনের ওপর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এই প্রদর্শনীতে সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের এসব সৃষ্টিশীল ডিজাইন ও পরিবেশবান্ধব টেকসই ফ্যাশন নিয়ে উদ্ভাবনী কৌশলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের ফ্যাশন ডিজাইন বায়ারদের কাছে যেমনি আকর্ষণীয় বিষয় হবে তেমনি ভোক্তাদের মধ্যেও জনপ্রিয়তা লাভ করবে। ফ্যাশন পরিবর্তনশীল তাই পোশাক শিল্পে এ ধরনের নতুনত্ব আনতে সিবিইউএফটির শিক্ষার্থীদের আরও বেশি বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে প্রোডাক্টিভ ডাইভারসিফিকেশনের একটা নতুন মাত্রা যোগ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এতে বিশেষ অতিথি সিবিইউএফটি ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী এসব সৃষ্টিশীল কর্ম ও উদ্যোগে সিবিইউএফটি‘র সহযোগীতার আশ্বাস দেন। সহযোগী অধ্যাপক মোর্শেদ মহিউদ্দিনের সভাপতিত্বে এ প্রদর্শনীতে সিবিইউএফটির ডীন, শিক্ষক–শিক্ষার্থী, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।