বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে নন্দনতত্ত্ব ও শিল্পকর্ম বিষয়ে প্রজেক্ট প্রদর্শনী

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) ফ্যাশন ডিজাইন ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নন্দনতত্ত্ব ও শিল্পকর্ম বিষয়ে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রজেক্ট প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ওবায়দুল করিম। তিনি শিক্ষার্থীদের সৃষ্টিশীল ডিজাইন ও নতুন নতুন শিল্পকর্মের প্রশংসা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটির ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। তিনি এসব সৃষ্টিশীল ডিজাইন তৈরিতে আরও উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সিবিইউএফটির সহযোগী অধ্যাপক মোর্শেদ মহিউদ্দিনের তত্ত্বাবধানে প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিবিইউএফটির শিক্ষকশিক্ষার্থী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাইককে পেছন থেকে বাইকের ধাক্কা, প্রবাসী নিহত
পরবর্তী নিবন্ধসিএমপির দুই উপকমিশনারের সঙ্গে জামায়াতের মতবিনিময়