বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ভিসির সাথে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী। বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ভিসি ড. ওবায়দুল করিম তাঁকে স্বাগত জানিয়ে সিবিইউএফটি পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জানান। পরে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সিবিইউএফটির ক্যাম্পাস, টেক্সটাইল, নীটিং ল্যাব, লাইব্রেরি ঘুরে দেখেন। এতে তাঁরা সিবিইউএফটির বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম ও উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. খালেদ ও সিবিইউফটির উপপরিচালক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ক্যারিয়ার নিয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধহিলভিউ আবাসিক কল্যাণ সমিতি নির্বাচনে তিনজনের ভোটদানে নিষেধাজ্ঞা