চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ট্রাস্টি বোর্ডের মতবিনিময় সভা গত ১২ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, ট্রাস্টের ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, সদস্যবৃন্দ এসএম আবু তৈয়ব, এএম চৌধুরী সেলিম, মোহাম্মদ ফরহাত আব্বাস, সেলিম রহমান, সিবিইউএফটি’র উপাচার্য প্রফেসর ড. মো. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।
সভায় নাসির উদ্দিন চৌধুরী বলেন, অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আওতায় সিবিইউএফটি ও বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে পারস্পারিক সহযোগিতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং কারখানাগুলোর সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে।মোহাম্মদ আবদুস সালাম বলেন, বিজিএমইএ যে স্বপ্ন ও ভিশন নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে তা সফল করতে হলে শিক্ষকদেও ভূমিকাই মূখ্য। সিবিইউএফটি’র সার্বিক মানোন্নয়ন করার লক্ষ্যে তিনি শিক্ষকবৃন্দের আন্তরিকতার সঙ্গে দ্বায়িত্ব পালনের আহ্বান জানান। এসএম আবু তৈয়ব বলেন, ফ্যাক্টরির সহিত নিবিড় যোগাযোগ রক্ষা করে ফ্যাক্টরি ভিজিট নিয়মিতভাবে প্রতিমাসে চালিয়ে যেতে হবে এবং এই কার্যক্রমকে অ্যাকাডেমিক প্ল্যানে অর্ন্তভুক্ত করার জন্য নির্দেশনা দেন।
সেলিম রহমান বলেন, মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইনিংসহ ইত্যাকার কোর্সসমূহের বিষয়ে পোশাকশিল্পে কর্মরত অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তাদের সহিত সিবিইউএফটির শিক্ষার্থীদের নিয়মিত নজেল শেয়ারিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাদান কার্যকর ও ফলপ্রসু হবে। এতে ট্রাস্টি বোর্ড সদস্য এএম চৌধুরী সেলিম ও মোহাম্মদ ফরহাত আব্বাস সিবিইউএফটির সামগ্রিক অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিবিইউএফটির ডিন ও এমবিএ প্রোগ্রামের ডিরেক্টরসহ বিভাগীয় প্রধানগণ। প্রেস বিজ্ঞপ্তি।