বিজিএমইএ নির্বাচন ২৮ মে

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৫২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের ৩৫টি পদে আগামী ২৮ মে ভোট হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, ভোটার নমিনেশন দাখিল করা যাবে ৬ এপ্রিল পর্যন্ত।

২৪ এপ্রিল পর্যন্ত চলবে পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল। প্রত্যাহারের সুযোগ থাকবে ৬ মে পর্যন্ত। ভোট দিতে সদস্যদের বকেয়া চাঁদা ২৯ মার্চের মধ্যে পরিশোধ করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিজিএমইএ নির্বাচনী বোর্ড সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসন্তানকে স্কুলে নিতে পারবেন প্রাথমিক শিক্ষকরা, শ্রেণিকক্ষে নিরুৎসাহ
পরবর্তী নিবন্ধবাড়তি ফি আদায়ের প্রতিবাদে বেসরকারি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ