চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) এর ৫ম সিন্ডিকেট সভা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সিবিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি অংশ নেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবা।
এতে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ফরহাত আব্বাস, চুয়েট অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












