চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) ৪র্থ সিন্ডিকেট সভা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী আমন্ত্রিত অতিথি ছিলেন। উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালী অংশগ্রহণ করেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুস সালাম, এসএম আবু তৈয়ব ও সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আক্তার।
উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ফরহাত আব্বাস, সিন্ডিকেট সদস্য চুয়েট অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।
সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী সিবিইউএফটি ও বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলাবোরেশন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান বাড়ানোর লক্ষ্যে ক্যাড ল্যাব, ডিজাইন স্টুডিওসহ আধুনিক প্রযুক্তিগত সুবিধাদি নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ফিন্যান্স কমিটির প্রস্তাবনাসমূহ বিষদ আলোচনাপূর্বক অনুমোদিত হয় এবং একাডেমিক কাউন্সিলে গৃহীত সুপারিশ ও প্রস্তাবনাসমূহ অনুমোদিত হয়। সিবিইউএফটিতে পোশাক ও টেঙটাইল শিল্প বিষয়ক আরো নতুন প্রোগ্রাম চালু করার বিষয়ে সভায় আলোচনা হয়। সভার প্রারম্ভে ট্রাস্টি বোর্ডের সদস্য এসএম সাজেদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি