চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)-তে তিনদিন ব্যাপী ভর্তি মেলার উদ্বোধন আজ। খুলশীতে অবস্থিত বিজিএমইএ ভবনের লেভেল ১২–তে, এ মেলা অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী এ মেলা আজ, কাল ও ২০ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ভর্তি মেলা–২০২৫’ উপলক্ষে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)-তে ভর্তিচ্ছুশিক্ষার্থীদের কোনো ভর্তি ফি লাগবে না। এ মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের ফ্যাশনও ডিজাইন প্রদর্শনী হবে। আরও থাকবে দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্প সংশ্লিষ্ট তথ্যাদি।
উল্লেখ্য, চট্টগ্রাাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)-তে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম), ফ্যাশনডিজাইন (এফডি), টেঙটাইল অ্যান্ড ক্লথিং টেকনোলজি (টিসিটি) ও ফ্যাশনডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগসমূহে ৪ বছর মেয়াদী, ব্যাচেলর প্রোগ্রাম এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্য্যন্ড ম্যানেজমেন্টে ১ বছর ৬ মাস/২ বছর মেয়াদী এমবিএ প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।