‘বিজিএমইএর বর্তমান নেতৃত্বের সফলতা তুলে ধরতে হবে’

ফোরামের সভা

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি এম এ সালাম বলেছেন, গত ২২ মাস ধরে বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হকের নেতৃত্বে বর্তমান বোর্ডের সফলতা এসেছে। তার এই সফলতা আমাদের তুলে ধরতে হবে। এই সফলতার কথা বলে প্রত্যেক ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ভোটাররা এখন সচেতন, গত পেন্ডামিক পরিস্থিতিতে প্রেসিডেন্ট রুবানার সাহসিকতার জন্যই আজকে বাংলাদেশের গার্মেন্টসশিল্প এখনো টিকে আছে। বর্তমান বোর্ডের সফলতার ধারাবাহিকতা অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যই ড. রুবানা প্রেসিডেন্ট না হয়ে পরিচালক হয়ে আবারও বোর্ডে আসতে চান। কারণ বর্তমান এ দূরাবস্থায় বোর্ডে কাজ করে বিজিএমইএকে শক্তিশালী করাই তার লক্ষ্য। গত ২১ ফেব্রুয়ারি বিজিএমইএ নির্বাচন ২০২১-২০২৩ উপলক্ষে নাসিরাদস্থ চট্টগ্রাম ফোরাম অফিসে নির্বাচনী প্রাক প্রস্তুতি কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরাম চট্টগ্রাম সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি ও কেডিএস গ্রুপের পরিচালক সেলিম রহমান, সি. যুগ্ম সাধারণ সম্পাদক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, আনিসুজ্জামান ভূঁইয়া, একেএম সালাহউদ্দিন, আকবর খান, আবদুল মান্নান রানা, এসএম জাহিদ চৌধুরী। উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, সাইফুল্লাহ মনসুর, এনামুল আজিজ, আশরাফুল রহমান, বশির উদ্দিন আহমদ, শফিকুল ইসলাম টিটু, ওয়াদুদ মো. মোয়াজ্জেম হায়দার সমীর, অশোক দাশগুপ্ত, রিয়াজ ওয়েজ, দিদারুল আলম, কাজী নুরুল ইসলাম মিটু, আশিক ভূঁইয়া, ইমাম হোসেন, মো, আজম, মো. সেলিম, ফারজানা, আজিজুল হক, রায়হান সামস হোসাইন, শিব্বির প্রমুখ। সভায় ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা জানান বিজিএমইর ফোরাম চট্টগ্রামের সভাপতি আলহাজ খলিলুর রহমান। সভায় আবদুল মান্নান রানাকে প্রধান সমন্বয়কারী ও বিজিএমইর সাবেক পরিচালক মির্জা আকবর আলী খান, মো. ইমাম হোসেন, সাইফুল আজম চৌধুরীকে সহ-সমন্বয়ক করে ২৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবু বু ওয়ার্ল্ডে শিশুতোষ বইমেলা শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর বিশ্ব র‌্যাংকিংয়ে অনেক এগিয়েছে