বিজিএমইএর প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রয়াত নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে গতকাল বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে দেশ গার্মেন্টসের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম এম. নূরুল কাদের, বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি ও ভেলিয়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মরহুম মাহাবুব আলী, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক ও নীড গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম জাফর উল্ল্যাহ খান ও এমটিএস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র প্রবীণ সদস্য মরহুম এম.এ. নবীকে স্মরণ করা হয়। বিজিএমইএ’র সহসভাপতি রাকিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং বিজিএমইএ’র ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল হালিম দোভাষের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মিরাজ-ই-মোস্তফা কায়সার, সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, মরহুম নূরুল কাদের খাঁনের সহধর্মিণী দেশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের, এমটিএস গার্মেন্টস লিমিটেডের পরিচালক মোহাম্মদ আজম। এছাড়া উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক এমদাদুল হক চৌধুরী, নাফিদ নবী, মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরীসহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজিএমইএ’র সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব, দেশ গার্মেন্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম নূরুল কাদের বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অগ্রদূত ও আলোর দিশারী। তার হাত ধরেই বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টিকারী তৈরী পোশাক শিল্প আজ বাংলাদেশের বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হয়েছে। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে তার অসামান্য অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন। এছাড়া পোশাক শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় বিশেষ করে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্‌্‌ সংশ্লিষ্ট পোশাক শিল্পের কার্যক্রম সহজীকরণে বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি মরহুম মাহাবুব আলী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিজিএমইএকে একটি দৃঢ় সাংগঠনিক ভিত্তি প্রদানে তিনি চৌকষ দক্ষতা ও বিচক্ষনতা স্মরণীয় হয়ে আছে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচাম্বল জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী প্রদান