বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এছাড়া বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন প্রথম সহ-সভাপতি মো. শাহজাহানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রামস্থ বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত খত্মে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকী), এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
মাহফিলের শুরুতে সৈয়দ নজরুল ইসলাম- আল্লাহ্্র প্রেরিত পবিত্র কোরআন এবং রাসুলে করিম (সাঃ)-এর সুন্নাহ্ যথাযথভাবে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণের মাধ্যমে মানবজাতির জন্য দুনিয়া ও পরকালের কল্যাণ নিহিত রয়েছে। বিজিএমইএ’র ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল হালিম দোভাষের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক মিরাজ-ই-মোস্তফা (কায়সার) প্রাক্তন প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এমদাদুল হক চৌধুরী, সাইফ উল্ল্যাহ মনসুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।