বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে গত ১৯ মার্চ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ফ্যামিলি ডাইনিং হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএপিএমইএ এর ১ম সহ–সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। বিজিএপিএমইএ এর প্রেসিডেন্ট মো. শাহরিয়ার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএ এর প্রেসিডেন্ট মো. শাহরিয়ার, ২য় সহ–সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, বিজিএপিএমইএ (ঢাকা অঞ্চল) এর পরিচালক কাজী ফাহাদ, কাজী আশরাফুল হক জুয়েল, মোহাম্মদ জসীম উদ্দিন, বাণিজ্য মেলা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল করিম তমিজ। উপস্থিত ছিলেন বিজিএপিএমইএ (চট্টগ্রাম অঞ্চল) এর উপদেস্টা খন্দকার লতিফুর রহমান আজিম, পরিচালক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মো. আব্দুল ওয়াজেদ, বেলাল উদ্দিন (রবিন)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী, এম এম কবিরুল ইসলাম, যুগ্ম কমিশনার–২ আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কমিশনার–১ মিয়া মোঃ নাজমুল হক, ডেপুটি কমিশনার–২ শেখ মোঃ মাসুদুর রহমান, ডেপুটি কমিশনার–৩ মোহাম্মদ ইসহাক মিয়া, প্রোগ্রামার সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং বিজিএপিএমইএ এর আমন্ত্রিত সদস্যবৃন্দ।
সংশোধনী : এই নিউজের ছবি গত ২৩ মার্চ দৈনিক আজাদীর দ্বিতীয় পৃষ্টায় ভুলবশত অন্য একটি নিউজের সাথে ছাপানো হয়। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।