বিজিএপিএমইএর মতবিনিময় সভা

| বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ৯:৪৭ অপরাহ্ণ

দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য শতভাগ রপ্তানিমূখী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক সংগঠন “বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন” (বিজিএপিএমইএ)’র ১ম সহ সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরীর উদ্যোগে গতকাল মঙ্গলবার কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের সেমিনার হলে কমিশনার মোহাম্মদ সফি উদ্দিনের সাথে বিজিএপিএমইএ সংগঠনের উপদেষ্টা, পরিচালকবৃন্দ ও সদস্যদের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম হতে উপস্থিত ছিলেন কমিশনার মোহাম্মদ সফি উদ্দিন, মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী, যুগ্ম কমিশনার, শাহেদ আহমেদ, যুগ্ম কমিশনার, সুমন চাকমা, উপ-কমিশনার ও আবু হেনা মোস্তফা কামাল, সহকারী কমিশনার।

এছাড়া বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) হতে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, ১ম সহ সভাপতি, খন্দকার লতিফুর রহমান আজিম, উপদেষ্টা, পরিচালকবৃন্দ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মো. আব্দুল ওয়াজেদ, বেলাল উদ্দিন (রবিন), সাবেক পরিচালক এম.এ সবুর, কাস্টমস কমিটি সদস্যবৃন্দ মোঃ সাহাবুদ্দিন, সাইফুল ইসলাম, রাহাতুল আমিন, তৌফিকুল আলম।

উক্ত মতবিনিময় সভায়প্রাধান্য পায় ননবন্ড প্রতিষ্ঠানের বিপরীতে ইউপি ইস্যু, পারচেজ অর্ডারের বিপরীতে পণ্য সরবরাহ, নতুন লিয়েন ব্যাংক সংযোজনে জটিলতা, বিভিন্ন গার্মেন্টস শিল্পের লোকাল ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে সঠিক সময়ে পেমেন্ট না আসায় জটিলতা, সর্বোপরি বর্তমানে ব্যবসায়ীক মন্দা পরিস্থিতিতে সব বিষয় আইনানুগ না দেখে ব্যবসাবান্ধব দৃস্টিকোণ থেকে বিবেচনা করা।

বিজিএপিএমইএ এবং বন্ড কাস্টমস কতৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে তড়িত পদক্ষেপ গ্রহনার্থে পূর্বের ন্যায় অতিরিক্ত কমিশনার/যুগ্ম কমিশনারের নেতৃত্বে বিজিএমইএ,বিকেএমইএ, সিসিসিআইএবং বেপজা সহ একটি টেকনিক্যাল কমিটি গঠন করা।

কমিশনার সবার কথা গুরুত্বের সাথে গ্রহন করে সবাইকে ধৈর্য ধারন করে কাজের সুস্থ ও শান্ত পরিবেশ বজায় রেখে সবাইকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন। এছাড়াও সকল সমস্যা আইনানুগভাবে সমাধান এর আশ্বাস প্রদান করেন।

পরিশেষে মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, ১ম সহ সভাপতি, বিজিএপিএমইএসভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় জেলা পরিষদের জায়গা থেকে আ.লীগের কার্যালয় উচ্ছেদ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় চাষি ও জেলেদের জীবন জীবিকা সংকটের সমাধান” শীর্ষক আলোচনা সভা