চবি একাউন্টিং কমিউনিকেশন ক্লাবের আয়োজনে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন বিজস্টার সিজন ৪ সম্পন্ন হয়েছে। এন মোহাম্মদের উপস্থাপনায় ডিডিএন–এর পরিচালনায় এবং সেভেন রিংস সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির সহ–স্পন্সররে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সহ–পরিচালনায় জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতার প্রচারণায় মিডিয়া পার্টনার ছিল দৈনিক আজাদী। এ প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে ছিলেন একাউন্টিং কমিউনিকেশন ক্লাবের সভাপতি সায়মা বেগম ও সহ–আহ্বায়ক ছিলেন ইবনে আরমান ও আবু রায়হান আশিক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নিয়ে তাদের ব্যবসায়িক দক্ষতা ও উদ্ভাবনী কৌশল উপস্থাপন করেন।
যারা বিজয়ী হলেন –চ্যাম্পিয়ন : টিম নিওফাইটস (চবি), ১ম রানারআপ : টিম ডট (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), ২য় রানারআপ : টিম নাইস (নর্থ সাউথ ইউনিভার্সিটি)। বিজয়ীরা পুরষ্কার হিসেবে পেয়েছে সর্বমোট নগদ এক লক্ষ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম নসরুল কদির। বিশেষ অতিথি ছিলেন একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, অধ্যাপক আইয়ুব ইসলাম, অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, সহযোগী অধ্যাপক শফিউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক রুমানা আখতার। গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন এন মুহাম্মাদ গ্রুপের চিফ অপারেটিং অফিসার ওহেদুজ্জামান মাসুদ, সেভেন রিংস সিমেন্টের সিনিয়র জিএম এবিএম ইফতেকার আলম সিদ্দিক, হোসাইন ফরহাদ গ্রুপের পরিচালক নজরুল ইসলাম এসিএ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল কাদের এবং রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির লিড ট্যালেন্ট অ্যাকুসিশন অ্যান্ড লার্নিং অ্যান্ড ডেভলপমেন্ট সালমান খাইর।
গ্র্যান্ড ফিনালে মূলত ২টি পর্বে অনুষ্ঠিত হয়, চবির বিবিএ অনুষদের অডিটোরিয়ামে প্রথম ধাপে প্রতিযোগীদের চূড়ান্ত উপস্থাপনা শেষে নগরীর সাম্পান রেস্টুরেন্টে পুরষ্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।