বিজয় ’৭১ এর উদ্যোগে কৃতী ছাত্র–ছাত্রীদের সম্মাননা প্রদান, চিত্রাঙ্কন সংগীত, নৃত্য প্রতিযোগিতা এবং আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজয় ’৭১ এর চেয়ারম্যান সংস্কৃতিজন সজল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিজয় ’৭১ এর মহাসচিব লায়ন আর.কে রুবেল। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কো–চেয়ারম্যান বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাধব চন্দ্র বড়ুয়া, হিন্দু ধমীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক পালিত। সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, শ্যামল বৈদ্য, ডা: এস কে পাল সুজন, মো: জাবেদ, মো: তিতাস।
সভায় বক্তারা বলেন, বিজয়’৭১ দীর্ঘ একযুগ শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে সুন্দর ও সুষ্ঠু ধারায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে সৃষ্টিশীল নবীণ শিল্পীদের উন্মেষ ঘটেছে। গড়ে উঠছে সৃষ্টিশীল আর প্রতিশ্রম্নতিশীল নব জাগরণের বাংলাদেশ। আলোচনা সভার পর অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন শিল্পী সমীরন পাল, রোজী চৌধুরী, জাহাঙ্গীর আলম, অনন্যা সেন নিপা, মৌসুমী চৌধুরী, মিলন আইচ, আলিশা মুন, রাজেশ চক্রবত্তীর্, খালেদা আক্তার চৌধুরী, রোপী দাশ, ইফতিখার মান্না, অভিষেক, সুষ্মীতা চৌধুরী, রূপনা, মোঃ নুরু, মঞ্জুর আলম, লিপিকা রুদ্র। অনুষ্ঠানে সংবর্ধিয় অতিথি বেতার ও টেলিভিশন শিল্পী, প্রশিক্ষক অনন্যা সেন নিপাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।