চট্টগ্রাম নগরে বিজয় মেলার শেষদিন আজ। এবারের বিজয় মেলা ছিল বেশ জমজমাট। গত পাঁচদিন মানুষের পদচারণায় মুখর ছিল মেলা। ছুটির দিনে ছিল লোকে লোকারণ্য। আজ শেষদিন মেলায় লোক সমাগম বেশি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গত বুধবার বিজয়ের মাস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরে শুরু হয় ছয় দিনের বিজয় মেলা। জেলা প্রশাসনের আয়োজনে নগরের সার্কিট হাউস সংলগ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খালি মাঠে হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বিজয়মেলা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ মেলায় আসছেন। উপভোগ করছেন বিজয় মেলা। মেলায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান ও ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মূল্যবোধকে সামনে রেখে দলীয় সংগীত, একক সংগীত, নাচ, আবৃত্তি পরিবেশন করছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। মেলার বেচাবিক্রি নিয়ে স্টল মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, মেলায় বেশ ভালো বিক্রি হয়েছে। প্রতিদিনই মানুষের উপচে পড়া ভীড় ছিল মেলায়। বই, মাটির জিনিস, নারীদের বিভিন্ন অলংকার, দেশীয় পণ্য, নানরকম খাবারের স্টল, নার্সারিসহ বিভিন্ন ধরনের প্রায় দুইশ স্টল ছিল মেলায়।
বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব আহমেদ নেওয়াজ জানান, এবারের মেলা খুবই জমজমাট। প্রতিদিনই মানুুষের উপচে পড়া ভীড়। শেষদিন একে তো বিজয় দিবস আবার বন্ধের দিন; এজন্য ভীড় হবে বেশি। স্টল মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি বলেন, এটা সবার মেলা, জনগণের মেলা। বায়ান্ন, ঊনসত্তর, একাত্তর, নব্বই, চব্বিশে কী হয়েছিল সেই বিষয়গুলো প্রজন্মকে জানানোর জন্য এ মেলার আয়োজন।