মা ঠাম্মার মুখে শুনেছিলাম একাত্তরে কথা
কেমন করে এসেছিল এ দেশে স্বাধীনতা।
লক্ষ মায়ের কোল খালি হলো
বীরাঙ্গনা মা বোনেরা সম্ভ্রম হারালো।
কত মেয়ে স্বামীহারা হলো
কত অবুঝ সন্তান তার পিতা হারালো
কত মানুষের স্বপ্ন ভেঙে হলো চুরমার
স্বাধীনতার এই বিজয় বারতার জন্য।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ চললো বাংলার বুকে
পাক বাহিনীর শোষণ থেকে বাংলাকে মুক্ত করতে,
রক্তে রক্তে রঞ্জিত হলো বাংলার মাঠ ঘাট।
কত বুদ্ধিজীবী, শিক্ষক, কৃষক, শ্রমিক,
ছাত্র তরুণ প্রাণ দিয়েছিল।
তারা চেয়েছিল জাতিকে মেধাশূণ্য রাখতে।
বাংলার শক্ত কুঠিটা নড়বড়ে করতে।
বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করলো পাক বাহিনীর সাথে।
তাজা রক্তের বিনিময়ে এনেছিল এই লাল সবুজের পতাকা
লক্ষ প্রাণের বলিদানে এসেছিল স্বাধীনতার বিজয় বারতা।
এক সাগর তেরোশত নদীর রক্তের বিনিময়ে এসেছিলো
স্বাধীনতার বিজয় বারতা।