বিজয় দিবস তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম তায়কোয়ানদো একাডেমি আয়োজিত বিজয় দিবস উম্মুক্ত তায়কোয়ানদো প্রতিযোগিতাগতকাল ২০ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয়। জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এবং বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় এবং তায়কোয়ানদো কোচ আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, হারুনুর রশিদ ও হারুন আল রশিদ প্রমুখ। উল্লেখ যে, ১ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় সর্বমোট ৩৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধটেস্ট ও ওয়ানডে থেকে আত্মবিশ্বাস নিয়েছেন বলে জানালেন লিটন