চিটাগাং মাইটি ম্যাভোরিক্স ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত বিজয় দিবস উন্মুক্ত টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১০ জানুয়ারি বাকলিয়া সিটি কর্পোরেশন মাঠে শুরু হবে। এ টুর্নামেন্টে যেকোন বয়সের, যেকোন জেলার ক্রিকেটার খেলতে পারবে এবং সব খেলা টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। সুদৃশ্য ট্রফি ছাড়াও টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে এক লাখ ও রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এ ছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট এর সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী দলসমূহকে আগামী ৩ জানুয়ারির মধ্যে পঁচিশ হাজার টাকা এন্ট্রি ফিসহ আহবায়ক মো. আশরাফুল ইসলাম (০১৮৪৬–৮৬৪০১১, ০১৯০৭–৮২৬২৫২) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।