বিজয় দিবস আসবে জেনে উঠছে জেগে পাড়া
আয় সবে আয় ছুটে ছুটে শক্র গুলো তাড়া
বছর বছর ধান খেয়েছে মাছ খেয়েছে তারা
আজকে আবার চোখ রাঙিয়ে দিচ্ছে কেমন ঝারা।
মন্দ কথা শুনব না আর মিষ্টি কথা ছাড়া
মিষ্টি কথায় হবো নাতো খুশির আত্মহারা
সব কিছুর আজ হিসেব নেবো কড়া গণ্ডা বুঝে
কোথায় কত কি রেখেছে সব নেব আজ খুঁজে।
লক্ষ লক্ষ শহিদ যারা তাদের সালাম জানাই
তাদের যে ঋণ ভান্ডগুলো ভরছে কানায় কানায়
তারা জীবনবাজি রেখে পতাকাতে হাসে
ষোল কোটি চোখের জোড়া তাদের ভালোবাসে।