বিজয় দিবসে জয় উপহার দিল নারী ক্রিকেটাররাও

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ১:০৭ অপরাহ্ণ

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালামাপুরে শ্রীলংকাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশের তরুণীরা। ওয়েস্ট ইন্ডিজে সকালে দারুণ এক জয় তুলে নিয়েছে পুরুষ ক্রিকেট দল। বেলা গড়াতেই তরুণীরা বিজয় দিবসে এনে দিল আরো একটি জয়।

১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান করে সাদিয়া আকতার। এছাড়া আফিয়া আসিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আকতার ২১ বলে ২৪ এবং ইভা ১৯ করে ১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকার তরুণীরা নির্ধারিত ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে সান জানা ২১, রেশমিকা ২০, লিমানসা করেন ১৬ রান। বাংলাদেশের পক্ষে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন সুমাইয়া আকতার। এছাড়া ২ টি করে উইকেট নিয়েছেন নিশি এবং ফারজানা।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভা আ.লীগ নেতা সাইফুল্লাহ পলাশ গ্রেফতার