বিজয় দিবসে চট্টগ্রামে জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন দু’দিনের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি শুরু হবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ডিসি পার্কের দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। একই সময়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ৮টায় নগরীর সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে এবং বেলা ১২ টায় সিনেমা হলসমূহে বিনা টিকিটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। খবর বাসসের।

সুবিধাজনক সময়ে জমিয়তুল ফালাহ মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডেকেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। জেলা ও উপজেলা সদরে স্কুলকলেজের ছাত্রছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি২০ ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ, ফুটবল, কাবাডি ও হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং দিনব্যাপী জেলা ও উপজেলায় আড়ম্বরপূর্ণ বিজয়মেলার আয়োজন করা হবে। দিনব্যাপী শিশু পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানা শিশুদের জন্য সকালসন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থাকরণ এবং ডিশ ক্যাবল অপারেটর কর্তৃক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কর্মসূচির শেষদিন ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম হানাদারমুক্ত দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদুদক চেয়ারম্যান ও কমিশনারের সম্পদের তথ্য প্রকাশের আহ্বান
পরবর্তী নিবন্ধবন্ধুর আলোচনা সভা ও সম্মাননা প্রদান