হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ৭ম ম্যাচে বিশালের হ্যাট্রিকে এ এস.এম.ফ্লীট ড্র করেছে এ.এফ নাইট রাইডার্সের সাথে। গতকাল ২১ ডিসেম্বর মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত খেলাটি ৪–৪ গোলে ড্র হয়। এ.এফ নাইট রাইডার্সের পক্ষে কামরুল ২টি এবং অধিনায়ক প্রীতম ২টি গোল করেন। অন্যদিকে এস.এম. ফ্লীটের পক্ষে বিশাল একাই চার গোল করেন। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় বিশাল দাশকে ক্রেস্ট প্রদান করেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ মেজবাহ উদ্দীন। আজকের খেলা: টি.সি.এস একাদশ বনাম কে.পি.ডি.এল স্পোর্টিং ক্লাব। (দুপুর ২:৩০টা)।