বিজয়ের মাস ডিসেম্বর শুরু

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। গৌরবের এই বিজয়ের ৫৪ বছর ইতোমধ্যে পার হয়েছে। খবর বাংলানিউজের।

স্বাধীনতার জন্য ধারাবাহিকভাবে চলে আসা আন্দোলনসংগ্রাম ১৯৭১ এর মার্চে এসে স্ফুলিঙ্গে রূপ নেয়। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চলে বাঙালির মরণপণ যুদ্ধ। বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের এক পর্যায়ে বাঙালি বিজয়ের দিকে ধাবিত হতে থাকে। ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। ১৬ ডিসেম্বর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নাই, সংস্কার আমরা করব : খসরু
পরবর্তী নিবন্ধবেড়িবাঁধে দখলদারের চোখ