বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স

এডিবি, এসএমই ফাউন্ডেশন ও উইম্যান চেম্বার

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:২৮ পূর্বাহ্ণ

এডিবি, এসএমই ফাউন্ডেশন ও চিটাগাং উইম্যান চেম্বারের সমন্বয়ে তিন দিনব্যাপী বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফার সভাপতিত্বে গত ২০ ডিসেম্বর শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, এসএমই ফাউন্ডেশনের জিএম নাজিম হাসান সাত্তার, এডিবির বিজনেস ইনকিউবেশন এঙপার্ট সফিকুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম আবদুস সালাম সরদার। সমাপনী বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের বিজনেস ইনকিউবেটর সেন্টার স্থাপনে প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর ঐক্যান্তিক প্রচেষ্টা ও সফল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিজনেস ইনকিউবেটর সেন্টার বাস্তবায়ন বিষয়ে গভীর মনোযোগ ও আগ্রহের প্রশংসাও করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উইম্যান চেম্বারের পরিচালক রেবেকা নাসরিন, লুৎমিলা ফরিদ, সাহেলা আবেদিন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান ও সদস্য বেবী হাসান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মোস্তারী মোর্শেদ স্মৃতি, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, সদস্য সিতারা রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে থাকতে হবে
পরবর্তী নিবন্ধকাটিরহাট বাজারে শতাধিক দোকান উচ্ছেদ