বিচ্ছেদ

মীনহার সুলতানা নিকা | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

যেকোনো সম্পর্কের বিচ্ছেদ মানেই বেদনাময়। বিচ্ছেদ যদিও কখনো কাম্য নয়, তবুও একটা সময় গিয়ে মনের অমিলের কারণে বিচ্ছেদ হয়। বিচ্ছেদ কারণে অকারণে আসে। সম্পর্কের শেষ পরিণতির নাম বিচ্ছেদ। আমরা অনেকেই অনেক সময় মনে করি মাঝে মাঝে বিচ্ছেদ হওয়া ভালো। সৃষ্টি শুরু থেকেই যেমন প্রত্যেক কিছুর শুরু আছে তেমনি শেষও আছে। বর্তমানে বিচ্ছেদের মূল কারণ হিসেবে মানুষের মানসিকতার উপর বেশি দায়ী করা হয়। পারিবারিক কলহ, সমঝোতার অভাব, মানসিক নির্যাতন, অর্থনৈতিক অভাব ইত্যাদি হচ্ছে যেকোনো সম্পর্কের বিচ্ছেদের মূল কারণ।

যে সম্পর্ক এত দিন মুগ্ধতা ছড়িয়েছে, হঠাৎ সেটির ভাঙন যেন সব তছনছ করে দেয়। জীবনের সব আনন্দের মুহূর্ত কেড়ে নেয় একটি বিচ্ছেদ। প্রেম যেমন সুন্দরতম অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি, তেমনি প্রেমে বিচ্ছেদ তিক্ততম অভিজ্ঞতার স্বাদ দিতেও ভুল করে না। ছোট এই জীবনে সব সম্পর্কই যে পূর্ণতা পাবে, এমনটা নয়। বিরহকে আগলে রেখে জীবন থামিয়ে রাখার ব্যর্থ চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ। আর জীবনও তো থেমে থাকতে জানে না। তাই জীবনের সেই অপূর্ণ অধ্যায়ের ইতি টেনে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো সমাধান। আজকাল আমাদের মধ্যে অস্থিরতাটা একটু বেশি। যার প্রভাব পড়ছে আমাদের সামাজিক ও পারিবারিক জীবনেও। যার অন্যতম বিবাহ বিচ্ছেদ, প্রেমের বিচ্ছেদ। বিচ্ছেদ মানেই সম্পর্কের ইতি। বিচ্ছেদ হয়ে গেলে একেবারে ভেঙে না পড়ে নিজেকে সময় দিন। সময় আপনা আপনি সব ক্ষত সারিয়ে তুলবেই।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার সমীকরণ
পরবর্তী নিবন্ধজাগরিত হোক নারী জীবন