কষ্ট আমার
বাড়ির রিনোভেশনটা মন মতো হল না;
কষ্ট তোমার
বাড়ির ভাড়াটা সময় মতো দেওয়া গেল না;
কষ্ট ওর
আকাশটাকেইয়াদ ভেবে জীবন কেটে গেল।
সুখ আমার
বন্ধুদের সাথে পাঁচতারা হোটেলে আড্ডা;
সুখ তোমার
মায়ের হাতের কাচ্চী বিরিয়ানি;
সুখ ওর
পেট ভরে দুবেলা খেতে পাওয়া।
হতাশা আমার
এবার শীতে বিদেশ ভ্রমণ হল না;
হতাশা তোমার
এবার শীতে কঙবাজার যাওয়া হল না;
হতাশা ওর
এবার শীতেও কম্বলটা কেনা গেল না।
আশা আমার
উচ্চ শিক্ষায় বিলেত যাব;
আশা তোমার
পাশ করেই চাকরি পাব;
আশা ওর
আমিও একদিন স্কুলে যাব।
দুশ্চিন্তা আমার
বিনিয়োগের পর্যাপ্ত মুনাফা পাব তো?
দুশ্চিন্তা তোমার
মাস শেষে সময় মতো বেতন পাব তো?
দুশ্চিন্তা ওর
কোনো একটা কাজ পাব তো?
ভিন্ন ভিন্ন সুখ–দুঃখ, আশা–নিরাশায় ঘূর্ণায়মান
আমাদের মন।
এই তো জীবন, এরই নাম বেঁচে থাকা
আমার, তোমার, ওর।