বিচার বিভাগীয় তদন্তএবং গণগ্রেপ্তার না করার আহ্বান সিপিবির

চবির ঘটনা

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘাতের ঘটনায় গণগ্রেপ্তার কিংবা অহেতুক কাউকে হয়রানি না করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর। একইসঙ্গে সংঘাত বন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কোনো অবহেলাউদাসীনতা ছিল কিনা, সেটাও তদন্তের মাধ্যমে উদঘাটনের আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা।

গতকাল বুধবার এক বিবৃতিতে জেলা সিপিবির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামের লোকজনের সংঘর্ষের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এতে বিপুল পরিমাণ শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি আমাদের মর্মাহত করেছে। এ ঘটনার পর চবি কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সংঘাতের ঘটনা পরবর্তী পরিস্থিতি ও মামলার ক্ষেত্রে দেশের মানুষের অভিজ্ঞতা সুখকর নয়। প্রায়ই দেখা যায় মামলাকে পুঁজি করে গ্রেপ্তার বাণিজ্য, গণগ্রেপ্তার এবং যাচাইবাছাই ছাড়াই লোকজনকে হয়রানি শুরু হয়ে যায়। চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়েও এমন আশঙ্কা করা অমূলক নয়। সিপিবি নেতারা পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। কেন সংঘাতের পরিস্থিতি তৈরি হলো এবং ঘটনা কীভাবে এতদূর গড়িয়ে যেতে পারল, নেপথ্যে কারো কোনো উসকানি আছে কিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কোনো অবহেলাউদাসীনতা আছে কিনা, ঘটনার সঙ্গে প্রকৃত জড়িত কারাসব বিষয় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে উঠে আসুক।

শিক্ষার্থী এবং গ্রামবাসীর মধ্যে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, আমরা সেটাই প্রত্যাশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত
পরবর্তী নিবন্ধবান্দরবানে অসহায় নারীকে সেলাই মেশিন দিল এপেক্স ক্লাব