চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডের তিন বছর পেরিয়ে গেলেও এখনো মামলার তদন্তই শেষ হয়নি। সত্তরের কোঠায় থাকা মেঘনাথ বিশ্বাসের একটাই আকুতি, ছেলে হত্যার বিচার যেন দেখে যেতে পারেন তিনি। মামলার তদন্ত সংস্থা ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, তদন্ত শেষ পর্যায়ে। এই মাসের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। হত্যার ‘হুকুমদাতা’ আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ গ্রেপ্তারকৃত আসামিদের কাউকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুদ্দীন।
অভিযোগপত্রে কাদের আসামি করা হচ্ছে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, আমরা সাক্ষ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করিনি। যারা গ্রেপ্তার হয়েছেন, তারা বিভিন্নভাবে অভিযুক্ত এ হত্যাকাণ্ডের সাথে। সুতরাং সবাইকে আসামি করা হচ্ছে। খবর বিডিনিউজের।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে যে হত্যা মামলা করেছিলেন, এক বছর পর তারই আবেদনে আদালত এর তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়। হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের একাংশ লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমকে দায়ী করলেও গ্রেপ্তারকৃতদের কারও জবানবন্দিতে তার নাম আসেনি; এক ‘বড় ভাই’ হুকুমদাতা ছিলেন বলে তাদের ভাষ্য। গত বছরের ১২ জুলাই গ্রেপ্তার মিজান হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মাসুমের নাম বলার পর গ্রেপ্তার হন মাসুম। তিনি ছাড়াও এ মামলায় আরও ১৭ গ্রেপ্তার হয়েছেন, যারা সবাই মাসুমের অনুসারী বলে পরিচয় দিয়েছেন। এদের মধ্যে চার জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, সুদীপ্তকে পিটিয়ে মারার যে ভিডিওটি মোক্তারের কাছে পাওয়া গিয়েছিল সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। যেহেতু মোক্তার জামিনে আছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতির প্রয়োজন রয়েছে। পাশাপাশি তার করা ভিডিওটি সে ম্যাসেঞ্জারের মাধ্যমে যাদের পাঠিয়েছিল সেটির ডিজিটাল ফরেনসিক পরীক্ষার প্রয়োজন। ১২ অক্টোবর এ নিয়ে আদালতে শুনানি আছে। এই প্রতিবেদন আসার পরই অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানান সন্তোষ।