বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না

ফেসবুক স্ট্যাটাসে লিটন দাশ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলন এখন চরমে পৌঁছেছে। সারাদেশ জুড়ে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিচারহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিটন কুমার দাস। ফেসবুকে এই উদ্বোধনী ব্যাটার লিখেছেন বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না। সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন। এর আগে একই মাধ্যমে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন আমরা সবসময় ন্যায়ের পথেই আছি এবং থাকব ইনশাল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক। গত কয়েক সপ্তাহ ধরে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে। এরপর থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কয়েকজন ক্রিকেটার এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তি কামনা করে পোস্ট করেন।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল
পরবর্তী নিবন্ধতৃতীয় স্বর্ণ জিতলেন জিমন্যাস্টিকসের উড়ন্ত পাখি যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস