বিচারহীনতার সংস্কৃতি একের পর এক ধর্ষকের জন্ম দিচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগ নেতারা গ্রাম্য শালিস বসিয়ে ধর্ষণের বৈধতা দিতে ঘৃন্য তৎপরতা চালাচ্ছে। তাদের এই ইন্ধন ধর্ষকদের আরো উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সংগঠক জুঁই চাকমা।
তিনি গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ গেইট সংলগ্ন মানববন্ধনে এ মন্তব্য করেন। তিন পার্বত্য জেলাসহ সমগ্র বাংলাদেশের নারী ও শিশু ধর্ষণ ও সকল সহিংসতা বন্ধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ধর্ষকদের শাস্তির দাবিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন (মানবাধিকার বাস্তবায়ন সংস্থা) বিএনএএফ রাঙামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা। বক্তব্য দেন, সৈকত রঞ্জন চৌধুরী, অ্যাডভোকেট মিলন চাকমা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা। প্রেস বিজ্ঞপ্তি।