সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক এই বিচারপতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেছেন, ভবিষ্যতে বিচারকাজকে কেউ যাতে আর ব্যবহার করতে না পারে সেটি দেখতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, বিলম্বে হলেও যে এতদিন পরে তার (এবিএম খায়রুল হক) বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করছে সরকার (অন্তবর্তী সরকার) সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং সঠিকভাবে তার বিচার কার্য সম্পন্ন হবে সেটাই আমরা আশা করি। খবর বিডিনিউজের।
তিনি বলেন, তবে এটা তো (শাস্তির বিষয়টা) আমার বলা ঠিক হবে না আইনগতভাবে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো দেখে তাকে প্রসিকিউট করে সেই বিধান নিশ্চিত করতে হবে। তবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে সেই জায়গা ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। এই গ্রেপ্তার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই যে, বাংলাদেশের একজন বড় শত্রু যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার ব্যাপারে দায়িত্বে ছিলেন, সেখানে তিনি সেই জায়গায় প্রতারণা আশ্রয় নিয়েছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং পরবর্তীকালে পূর্নাঙ্গ যে রায় যাতে আকাশ ও পাতাল তফাৎ ছিল এবং যে রায়টা শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি, এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। রাজনৈতিক সংকট তৈরিতে সাবেক এই বিচারপতিকে একশত ভাগ দায়ী করেছেন ফখরুল।
তিনি বলেন, উনার (এবিএম খায়রুল হক) এর রায়ের পরে পরেই যে হয়েছে যে, আমাদের তত্ত্বাবধায়ক বিধানটা বাতিল হল এবং যেটা বাংলাদেশে পরবর্তীকালে যতরকমের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে জাতি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিচার বিভাগ জনগণের অন্যতম আস্থা বর্ণনা করে মির্জা ফখরুল বলেছেন, কেবলমাত্র একটি রাজনৈতিক চিন্তাভাবনা থেকে এবিএম খায়রুল হক দেশের মানুষের আস্থার জায়গা ধ্বংস করেছেন। আরেক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আরও যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেবেন বলে আশা করি।