মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিচারকের দায়ের করা একটি মামলায় নগর পুলিশের দুই উপ পরিদর্শকের (এসআই) জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, পতেঙ্গা থানার এসআই আনোয়ার হোসেন ও সুবীর পাল। গতকাল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন। দুই পুলিশ কর্মকর্তার আইনজীবী নারায়ন চন্দ্র পল আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যেসব ধারায় মামলা করা হয়েছে, সেগুলো জামিনযোগ্য। বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি বলে আদালত তাদের জামিন দিয়েছেন।
মামলা দায়ের, তদন্ত প্রতিবেদন দাখিল, সাক্ষ্যদান, সবই ছিল মিথ্যা। এর জেরে ১৪ বছরের এক কিশোরকে একমাস ছয়দিন জেলও খাটতে হয়। এমন ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর মহানগর হাকিম আদালতে একটি অভিযোগ করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা। সেদিনই দাখিলকৃত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ম্যাজিস্ট্রেট। এরই ধারাবাহিকতায় গতকাল দুই পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ২১ এপ্রিল শুল্ক ফাঁকির অভিযোগে দুটি সোনার বারসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে ১৪ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এসআই আনোয়ার হোসেন মামলাটি করেন। মামলাটি তদন্ত করেন এসআই সুবীর পাল। তদন্ত শেষ করে একই বছরের ৩ অক্টোবর ওই কিশোরের বিরুদ্ধে তিনি আদালতে প্রতবেদন দাখিল করেন। পরবর্তীতে মামলার বিচার চলাকালে (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭) গত ১১ এপ্রিল দুই পুলিশ কর্মকর্তা ওই কিশোরকে দায়ী করে আদালতের কাছে সাক্ষ্য দেন।